লক্ষ্য যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা

Important General Science (Physics) One Liner GK 3

61. নিউটনের গতি সূত্র – তিনটি ।
62. নিউটনের বিখ্যাত বই – “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” ।
63. বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় – কিলোওয়াট / ঘন্টা kw/h ।
64. ১ অশ্ব শক্তি (H.P.) = ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি ।
65. মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল – মহাকর্ষ বল ।
66. পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল – অভিকর্ষ বল ।
67. অভিকর্ষজ ত্বরণ g এর মান – পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী ।
68. চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g এর মান পৃথিবীর মানের ১/৬ ভাগ ।
69. পৃথিবীর মুক্তিবেগ – ১১.২ কি.মি./সে. ।
70. মঙ্গল গ্রহের মুক্তি বেগ – ৫.১ কি.মি./সে. ।
71. গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি – তিনটি ।
72. ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক – ইস্পাত ।
73. বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় – শব্দ ।
74. পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো – অনুপ্রস্থ বা আড় তরঙ্গ ।
75. শব্দ তর তরঙ্গ হলো – অনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ ।
76. পানিতে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় – অনুপ্রস্থ তরঙ্গ ।
77. টানা তারের সূত্র কয়টি – তিনটি ।
78. শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন – জড় মাধ্যমের ।
79. শুন্য মাধ্যমে শব্দের বেগ – শুন্য ।
80. স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি – ৩৩২ মি./সে. ।
81. স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি – ১৪৫০ মি./সে. ।
82. স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি – ৫২২১ মি./সে. ।
83. শব্দের বেগের উপর প্রভাব আছে – তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।
84. শ্রাব্যতার সীমা – ২০-২০০০০ Hz ।
85. ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ – ২০ Hz
86. আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ – ২০০০০ Hz এর বেশী ।
87. প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন – ০.১ সে. ।
88. প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব – ১৬.৬ মিটার ।
89. কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয় – ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ ।
90. বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে – প্রতিধ্বনি ।
91. তাপ এক প্রকার – শক্তি ।

92. পানির স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে -১০০° সেলসিয়াস ।
93. প্রেসার কুকারের মূলনীতি – চাপে পানি বেশী তাপমাত্রায় ফুটে ।
94. ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে – স্ফুটনাংক ।
95. বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে – রঙের উপর ।
96. শীতকালে রঙিন কাপড় আরামদায়ক ।
97. গরমকালে সাদা কাপড় আরামদায়ক ।
98. পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় – ১৮৮৬ ইং সালে ।
99. ফ্রেয়নের রাসায়নিক নাম – ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন ।
100. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে – (- ৪০° ) তাপমাত্রা।
1    <<PREV    LAST

আরও কিছু প্রয়োজনীয় স্টাডি মেটারিয়েল:



Download 9000+ GK Question & Answer Click Here


RAILWAY EXAM ORIENTATED GENERAL SCIENCE CLICK HERE




 Lucent's General Science Full PDF Book Download Click Here










আরও নতুন নতুন UPDATED POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK পেজটি LIKE করুন।

No comments:

Post a Comment